Latest News
শনিবার, ২ জুলাই ২০২২ ।। ১৮ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
Home / জাতীয় / শিশুদের আম-কাঁঠাল দিয়ে ঝালকাঠিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

শিশুদের আম-কাঁঠাল দিয়ে ঝালকাঠিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

স্টাফ রিপোর্টার :
‘শিশু শ্রম প্রতিরোধ করি, সুন্দর একটি সমাজ গড়ি’ এ স্লোগানে ঝালকাঠিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে ধ্রুবতাঁরা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের পক্ষ থেকে শিশুদের আম ও কাঁঠাল খাওয়ার ব্যাবস্থা করা হয়। শোভাযাত্রাটি বের হয়ে শহর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সংগঠনের সহসভাপতি এস.এম মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার ভাইসচেয়ারম্যান মো. মঈন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ও উপদেষ্টা জনাব মু. আল আমীন বাকলাই, উপদেষ্টা মো. ছবির হোসেন, হাসান মাহমুদ, মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে চম্পা গোস্বামী, হাসিনা বেগমসহ সংগঠনের সদস্য ও শতাধিক শিশুরা অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদার রনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

পদ্মা সেতুর উদ্বোধনে ঝালকাঠিতে বর্ণাঢ্য উৎসব

স্টাফ রিপোর্টার : স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ঝালকাঠিতে দিনব্যাপী উৎসব চলছে। শনিবার সকাল …