স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু পরিবার ও মন্দিরে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের আখড়াবাড়ি মন্দির থেকে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য নির্মল চন্দ্র দে তরনি, সভাপতি ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, জেলা হিন্দু, বৈদ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দে, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র দিলীপ হালদার প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে ব্যাপক অবদান থাকার পরও সংখ্যালঘুরা আজও এদেশে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছেন না। শাল্লার হামলার ঘটনা এরই আরেকটি উল্লেখযোগ্য প্রমাণ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি হলেও বার বার এদেশে সংখ্যালঘুদের ওপর হামলাকারী উগ্রবাদীদের সঠিক বিচারের মাধ্যমে শাস্তি প্রদানের দাবি করেন তারা। মানববন্ধন শেষে দেশের সর্বত্র সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকারের সুদৃষ্টি কামনায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …