স্টাফ রির্পোটার :
জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও নির্বাচন ব্যবস্থা পুনপ্রতিষ্ঠার দাবিতে ঝালকাঠিতে হিন্দু মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যতহাত, ততপথ হিন্দু স্বার্থে একমত, এ স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হিন্দু মহাজোট ঝালকাঠি জেলা শাখা। এতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীনতার পর থেকে ব্যাপকভাবে হিন্দুদের ওপর নির্যাতন, নিপীড়ন ও লুটপাট চালানো হচ্ছে। এছাড়াও মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ, হামলা ও জমি দখলের মতো কাজ চলছে। এতে ভয়ে অনেক হিন্দু পরিবার দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। তাই হিন্দু মহাজোট এসব বন্ধের দাবি জানিয়েছেন। তাঁরা জাতীয় সংসদে সংরক্ষিত আসনেরও দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু মহাজোট ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আচার্য্য, সাধারণ সম্পাদক বরুন কুÐ, ইঞ্জিনিয়ার অসিত সাহা, প্রলয় মন্ডল ও বরিশাল জেলা হিন্দু মহাজোটের সদস্যসচিব অনিক গোলদার।
Home / জাতীয় / সংসদে সংরক্ষিত আসন ও নির্বাচন ব্যবস্থা পুনপ্রতিষ্ঠার দাবিতে ঝালকাঠিতে হিন্দু মহাজোটের মানববন্ধন
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …