Latest News
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলকালে দুটি ড্রেজার জব্দ, চারজনকে এক বছর করে কারাদণ্ড

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলকালে দুটি ড্রেজার জব্দ, চারজনকে এক বছর করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলকালে দুটি ড্রেজার জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় চারজন ড্রেজার শ্রমিককে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরভারাকান্দা এলাকায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, নদী ভাঙনে চরভাটারাকান্দা এলাকা বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে চার শ্রমিককে আটক এবং ড্রেজার জব্দ করা হয়। আটককৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন মো. জালাল (৩৪), রাসেল খান (২২), মো. মমিন (৩৫) ও মো. মহসিন (৩৫)। ড্রেজার দুটি ডিসি পার্কে নদী তীরে জব্দ করে রাখা হয়েছে বলে জানান এনডিসি আহমেদ হাছান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …