Latest News
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আবাসনে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠিতে আবাসনে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাঞ্জীপুহরিপাড়া গ্রামের আবাসন প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আবাসনে নিন্ম আয়ের মানুষ বসবাস করেন। সকালে তাঁরা যে যার কাজে বেড়িয়ে পড়েন। শুধুমাত্র ঘরে ছিলেন বঙ্কিম রায়ের পরিবার। তাদের রান্না ঘর থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ পুড়ে যায় আবাসনের ১০টি বসতঘর। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সেলিম বলেন, একঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে যারা বসবাস করে, তাঁরা নিন্ম আয়ের মানুষ। আগুনে তাদের বসতঘরের সবগুলো মালামাল পুড়ে গেছে।