Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের প্রশিক্ষণ শুরু

ঝালকাঠিতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের প্রশিক্ষণ শুরু

মিজানুর রহমান টিটু : প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’ এর সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ঝালকাঠিতে গরু মোটাতাজাকরণ এবং হাঁস-মুরগি প্রতিপালন বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তর এ কোর্সের আয়োজন করেছে। জেলা প্রশাসক মো. হামিদুল হক আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আতাহার মিয়া, বিআরডিবির ভারপ্রাপ্ত উপপরিচালক রীমা আক্তার ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল আমিন বক্তৃতা করেন। সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহসিন। যুব প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে, ৫টি ব্যাচে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগী দুইশ জন নারী-পুরুষ অংশ নিচ্ছেন। তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।