Latest News
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে এনআই অ্যাক্টের মামলায় মনির তালুকদারে এক বছর কারাদণ্ড

ঝালকাঠিতে এনআই অ্যাক্টের মামলায় মনির তালুকদারে এক বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত এনআই অ্যাক্টের মামলায় মনির তালুকদার নামে এক ব্যাক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ১৮ লাখ ৫০ হাজার জরিমানা করেছে। আজ বৃহস্পতিবার বিকালে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠির ফরিয়াপট্টি এলাকার ব্যাবসায়ী মেসার্স মোহাম্মদ এন্ড ব্রাদার্সের মালিক সৈয়দ সুলতান মাহামুদ এর কাছ থেকে বিটুমিন, রড, সিমেন্ট, ক্রয় করে সাড়ে ১৮ লাখ টাকা বকেয়া রাখেন বরিশাল নবগ্রাম রোডের তালুকদ্রা এন্টারপ্রাইজের মালিক মনির তালুকদার । দীর্ঘদিন পাওনা পরিশোধ না করে মনির তালুকদার ন্যাশনাল ব্যাংক লিঃ বরিশাল শাখায় সৈয়দ সুলতান মাহামুদকে ৭ ডিসেম্বর ডিসেম্বর ২০১৪ তারিখ সাড়ে ১৮ লাখ টাকার একটি চেক প্রদান করেন। চেকটি ২২ ডিসেম্বর ২০১৪ তারিখ অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅর্নার হয়। এ ব্যাপারে ১৯ মে ২০১৫ তারিখ সৈয়দ সুলতান বাদী হয়ে ঝালকাঠির আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বিচারের জন্য জেলা দায়রা জজ আদালতে এলে আসামী মনির তালুকদার জামিন নিয়ে পলাতক থাকে। পলাতক অবস্থায় এ রায় ঘোষণা করা হয়।