Latest News
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এ স্লোগান নিয়ে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ সহকারী পরিচালক মো. মাহাবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) প্রশান্ত কুমার দে, সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী শেখ মো. নাবিল হোসেন, বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়। আলোচনা সভায় নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সকলের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …