Latest News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুই গুণীসাংবাদিককে সম্মাননা

ঝালকাঠিতে দুই গুণীসাংবাদিককে সম্মাননা

স্টাফ রিপোর্টার :
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ঝালকাঠিতে দুই গুণীসাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা সূর্যালোক ট্রাস্ট এ সম্মাননা প্রদান করে। ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি গুণীসাংবাদিক ও তাদের পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। সম্মাননাপ্রাপ্তরা হলে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শামসুল ইসলাম চাঁদ ও যুগান্তর এবং চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আক্কাস সিকদার। এদের মধ্যে শামসুল ইসলাম চাঁদকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন ছেলে সাংবাদিক মো. শফিউল ইসলাম সৈকত। সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, একটি দেশের পঞ্চম স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সাংবাদিকরা ভাল কাজের মাধ্যমে একটি দেশকে এগিয়ে দিতে সহযোগিতা করতে পারেন। মাদক ও জঙ্গিবাদ নির্মূলে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রবীন নেতা।
অনুষ্ঠানে সংবর্ধিত মো. আক্কাস সিকদার ও শামসুল ইসলাম চাঁদের ছেলে শফিউল ইসলাম সৈকত বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনটিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজ।