Latest News
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঝালকাঠির জেজ ও দায়রা জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. শাকিল খান, আদালতের বিচারকগন, চারটি থানার অফিসার ইনচার্জ, জেল সুপার, পিপি ও জিপিসহ বিভিন্ন বিভাগের কনফারেন্সভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে জানানো হয়, ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলাগুলো বর্তমানে অল্প সময়ের মধ্যে নিস্পত্তি হচ্ছে। ২০১৯ সালের জানুয়ারি মাসে ২৬৮টি মামলা দায়ের হয়েছে এবং নিস্পত্তি হয়েছে ৪১৪ টি। এছাড়াও ২৪১টি দায়েরকৃত মামলার মধ্যে ৬৫টি অভিযোগপত্র দাখিল এবং ৯টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। বকেয়া ২১২০ টি গ্রেপ্তারি পরোয়ানাসহ আদালত থেকে একই মাসে ১৬৭টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ মাসে ৫৮টি পরোয়ানা তামিল করা হয়েছে, ১৩২টি মামলার রিকল পরোয়ানা ও অন্যান্য ২৬টিসহ ২১৬ টি পরোয়ানা নিস্পত্তি হয়েছে। আদালত কর্তৃক ৪৩১ জন সাক্ষীকে আদালতে হাজিরের নির্দেশনার মধ্যে ৩৬৫ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।