Latest News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ঝালকাঠিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার :
বেতন ভাতা ও পেনশন সুবিধা প্রবর্তনসহ সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন প্রদানের একদফা দাবিতে ঝালকাঠিতে দুই দিনের কর্মবিরতি শুরু করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ৯ টায় পৌরসভা কার্য়ালয় চত্বরে অবস্থান নিয়ে তাঁরা কর্মবিরতি পালন করেন। সকাল থেকে বিকল ৫টা পর্যন্ত টানা এ কর্মসূচি চলবে। কর্মসূচিতে পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পৌর শাখার সভাপতি সচিব শাহীন সুলতানা, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুদ্দৌজা হারুন, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সহকারী প্রকৌশলী কাজী মহাসিন রেজা ও আল মাহমুদ খান মুহিদ।
এসময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সকল প্রকার সরকারি সুবিধা বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার জন্য একদফা দাবি বাস্তবায়নের আহ্বায়ক জানান। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান সাংগঠন নেতারা। কর্মবিরতি চলায় পৌরবাসীর সেবামূলক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা।