Latest News
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রাইমারি শিক্ষকদের মানববন্ধন

ঝালকাঠিতে প্রাইমারি শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের বেতন কাঠামো বৃদ্ধি ও বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। প্রাথমিক শিক্ষক সমিতি ঝালকাঠি সদর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফারুক খান, সাধারণ সম্পাদক মু. আবু সুফিয়ান, প্রধান শিক্ষক বেগম নুরুননাহার, মো. হাসান ইমামন নান্নু, সুব্রত সাহা, শামীম শরীফ ও মো. হাসানুজ্জামান।
বক্তারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। তিনি ২০১৪ সালের ৯ মার্চ প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা এবং সহকারী শিক্ষকদের বেতন কাঠামো একধাপ উন্নীত করার ঘোষণা দেন। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এখনো প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকের বেতন কাঠামোর ব্যবধান অনেক। তাই প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রধান শিক্ষকদের বেতন কাঠামো দশম এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবি জানান।