Latest News
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের ব্র্যাকমোড়ের একটি কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম নুপুর, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, মিজানুর রহমান মুবিন, মুশফিকুর রহমান বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুনার রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ সভাপতি বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল হাসান, সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বায়ক জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, জিয়াউর রহমানের কবর নিয়ে যারা রাজনীতি শুরু করেছে, তাঁরা কখনোই দেশের মঙ্গল চায় না। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কে এম জুয়েল। পরে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় জেলা বিএনপির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্ন। এ সময় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

এদিকে শহরের আমতলা সড়কের একটি কার্যালয়ে জেলা বিএনপির একাংশ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম গিয়াসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান খান বাপ্পি, কেন্দ্রীয় বাস্তহারা দলের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, আনিসুর রহমান তাপু, আজাদুর রহমান ও যুবদল নেতা এনামুল হক সাজু। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …