Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা শুরু

ঝালকাঠিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার : ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ঝালকাঠিতে বুধবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মারুফা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের বরিশাল পাঠচক্রের সমন্বয়কারী ডক্টর বাহাউদ্দিন গোলাপ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি বিখ্যাত লেখকের ১০ হাজারেরও বেশি বই স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলায় বই দেখা এবং নির্ধারিত কমিশনে বই কেনাও যাবে বলে জানিয়েছে আয়োজকরা।