Latest News
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে মাদক মামলায় তিনজনের চার বছর করে কারাদণ্ড

ঝালকাঠিতে মাদক মামলায় তিনজনের চার বছর করে কারাদণ্ড

শাহিন আলম :  ঝালকাঠিতে মাদক মামলায় তিনজনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে ঝালকাঠির যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন শহরের পালবাড়ি এলাকার শিপ্রা রানী দাস, তাঁর স্বামী সুজন চন্দ্র দাস এবং খুলনার মহেশ্বরপাশা এলাকার শুভ চন্দ্র সাহার ছেলে বিশ্বজিৎ সাহা। সুজন চন্দ্র দাস ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার সুরেন চন্দ্র দাসের ছেলে। রায় ঘোষণার সময় শিপ্রা দাস উপস্থিত ছিলেন। বিশ্বজিৎ ও সুজন দাস পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণে জানাযায়, ২০১১ সালের ১৫ জুন দিবাগত রাত সাড়ে ১০ টায় ঝালকাঠি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুজন চন্দ্র দাসের বাসায় অভিযান চালায়। এসময় ১৮ বোতল ফেন্সিডিল এবং তরল ৮১০ গ্রাম ফেন্সিডিলসহ বিশ্বজীৎকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ঝালকাঠি থানায় মামলা দায়ের হয়। মামলা তদন্ত শেষে ২০১১ সালের ৩০ জুন এসআই কে এম মোতালিব আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে এ রায় ঘোষণা করেন।