Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঝালকাঠিতে মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এডাব’র সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নারীনেত্রী ডালিয়া নাসরিন। স্বাগত বক্তব্য দেন এডাব’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী কে এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সাইডো’র নির্বাহী পরিচালক মো. কামাল হোসেন। সেমিনারে বক্তারা মাদক নিয়ন্ত্রণে জনসচেতনা বৃদ্ধির পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …