Latest News
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে যুবকের জরিমানা

ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে যুবকের জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নেছারাবাদ জিনাতুননেছা মহিলা ফাজিল মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম এম এ খালিদ বাবু (৩৩)।
জানা যায়, ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকার এম এ ওয়াহিদের ছেলে এম এ খালিদ বাবু নেছারাবাদ জিনাতুননেছা মহিলা ফাজিল মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করে আসছিল। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের নজরে আসে। বৃহস্পতিবার এনএস কামিল মাদ্রাসার ছাত্ররা বাবুকে মাদ্রাসা কমপ্লেক্স এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পায় বাবু।