Latest News
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে যুব উন্নয়নের পুরুষ্কার বিতরণ

ঝালকাঠিতে যুব উন্নয়নের পুরুষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঝালকাঠিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকবিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ১৪ জনকে যুবকল্যাণ তহবিল থেকে ৫ লাখ ৭০ হাজার টাকার চেক, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুবশক্তি বিষয় রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনকে ক্রেস্ট ও তিন হাজার টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও নিবন্ধিত সংগঠনের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নলছিটির আলোকিত যুবক মো. আকতারুজ্জামান।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারিহা নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ও যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মো. মোতাহার হোসেন। অন্যদের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মহসীন, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মু. আল আমিন বাকলাই, যুব সংগঠনের সৈয়দ আল আমিন বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা আমাদের সন্তানদের মাদকমুক্ত করতে পারলে এই মাদকের ব্যবসাও বন্ধ হয়ে যাবে, চাহিদা থাকলে ব্যবসা চলবে কিন্তু চাহিদা না থাকলে ব্যবসা বন্ধ হয়ে যেতে বাধ্য।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …