Latest News
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

ঝালকাঠিতে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

স্টাফ রিপোর্টার :
কেক কাটা, পুস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ঝালকাঠিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সংস্কৃতজন মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কামরুন্নেছা আজাদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কবিগুরুর জন্মজন্তী উপলক্ষে টাউন হলের কার্যালয়ের কবি কামিনী রায় কবি-জীবনানন্দ দাশ স্মৃতি সংরক্ষণ আন্দোলন পরিষদের উদ্যোগে কেক কাটা হয়। পরে বিশ্বকবির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এ অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, উদীচির সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান, সংস্কৃতজন সুভাষ সাহা ও কবি কামিনী রায় কবি-জীবনানন্দ দাশ স্মৃতি সংরক্ষণ আন্দোলন পরিষদের সদস্য সচিব আ ফ আজিম তালুকদার।