Latest News
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে স্ত্রীর কাছে যৌতুক দাবির মামলায় স্বামীর কারাদণ্ড

ঝালকাঠিতে স্ত্রীর কাছে যৌতুক দাবির মামলায় স্বামীর কারাদণ্ড

মো. রুবেল সিকদার :
ঝালকাঠিতে স্ত্রীর কাছে দুইলাখ টাকা যৌতুক দাবির মামলায় স্বামী নয়ন মীরের এক বছর দুইমাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম রুবাইয়া আমেনা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নয়ন নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের নাসির মীরের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, কুশঙ্গল গ্রামের বাড়িতে স্ত্রী জাকিয়া বেগমের কাছে যৌতুকের দুইলাখ টাকা দাবি করেন স্বামী নয়ন মীর। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় তাকে শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় ২০১৬ সালের ২৪ জুলাই ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা দায়ের করেন স্ত্রী জাকিয়া বেগম। আদালত চারজন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।