Latest News
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মুজিববর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। এতে জেলার চার উপজেলা থেকে দুই শতাধিক শিক্ষক অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল কুদ্দুস, সভাপতি মাওলানা মো. জাহিদুল ইসলাম, সহসভাপতি আবদুর রাজ্জাক সিকদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. রাকিবুল ইসলাম। মানববন্ধনে বক্তারা মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কাছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রাইমারির ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মুজিববর্ষে জাতীয়করণ ঘোষণা, কোপ বিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরের অন্তর্ভূক্ত করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাশ একজন অন্তর্ভূক্ত, প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা, অফিস সহায়ক নিয়োগ, পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা, আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …