Latest News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে হিজড়াদের জীবনমান উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু

ঝালকাঠিতে হিজড়াদের জীবনমান উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার :
অসহায়, অবহেলিত ও অনগ্রসর হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঝালকাঠিতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ডিসি অফিসের ধানসিড়ি সভাকক্ষে বৃহস্পতিবার ৫০ দিনব্যাপী বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও সাধারণ সম্পাদক দুলাল সাহা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পলাশ প্রমুখ বক্তব্য দেন। জেলার ৪টি উপজেলা থেকে মোট ৩১ জন হিজড়া অংশগ্রহণ করছেন। তাদেরকে সেলাই ও হাঁস-মুরগি পালন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। পরে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের জন্য উপকরণ কিনতে আর্থিক সহায়তাও দেয়া হবে।