Latest News
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ২৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই জেলে আটক

ঝালকাঠিতে ২৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই জেলে আটক

স্টাফ রিপোর্টার :
নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ ধরার সময় দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ২৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, বুধবার সকালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ ধরছিল অসাধু জেলেরা। মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের ধাওয়া করে। এ সময় বিষখালী নদীর কাঁঠালিয়া উপজেলা থেকে দুই জেলেকে আটক করা হয়। এদিকে অভিযানের সময় সুগন্ধা নদীতে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় ২৩ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করে। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …