Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ৪৫টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

ঝালকাঠিতে ৪৫টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। রবিবার দুপুরের পর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, দুটি গাড়িতে তুরস্কের পেঁয়াজ বিক্রির জন্য আনা হয়। খবর পেয়ে ক্রেতারা ভির জমায় সেখানে। জনপ্রতি এক কেজি করে ৪৫টাকায় পেঁয়াজ দেওয়া হচ্ছে ক্রেতাদের। টিসিবির দুইজন ডিলারকে দিয়ে এ পেঁয়াজ বিক্রি করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। ভিরের কারনে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। প্রথম দিনে সুমন স্টোর ও মনোজ স্টোর নামে দুই ডিলারকে চারটন পেঁয়াজ বিক্রির জন্য দেওয়া হয়েছে। এগুলো বিক্রি শেষ হলে তাদের আবারো নতুন পেঁয়াজ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে অল্প দামে পেঁয়াজ কিনতে পেরে আনন্দ প্রকাশ করেছেন অনেকেই। বর্তমানে ঝালকাঠির বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …