Latest News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

ঝালকাঠিতে ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আগামী ১১ জানুয়ারি ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের দশ হাজার ৬৮০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৭৯২৮৩ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৮২২টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ এক হাজার ৬৪৪ জন সেচ্ছাসেবী। সোমবার সকাল ১১টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার। সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফেরদৌসি বেগম, জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম, জেলা প্রথামিক সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ডা. শাকিল খান, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইকবাল বাহার খান ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় …