Latest News
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের নবীণবরণ অনুষ্ঠিত

ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের নবীণবরণ অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার :
নানা আয়োজনে ঝালকাঠি সদরের বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের নবীণবরণ, পুনর্মিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শত শত মানুষের উপস্থিতে নাচ-গান ও হইহুল্লোরের মধ্য দিয়ে নবীণবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুল দিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেন অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তৃণমূল পর্যায়ে শিক্ষার বিস্তার ঘটাতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা। আগামীতে নতুন নতুন প্রকল্পের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করা হবে বলে জানান আমির হোসেন আমু।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ছোহরাব হোসেন, জেলা পরিষদের সদস্য শামসুল ইকরাম পিরু ও নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক আকন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাড়ে ছয় হাজার মানুষের উপস্থিতিতে নানা আয়োজন ছিল নবীণবরণ ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে। বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ছোহরাব হোসেনের অর্থায়নে ও সার্বিক ব্যবস্থাপনা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় পরিসরে আয়োজন করায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ছোহরাব হোসেনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রলীগ নেতার ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌরসভার ৯টি ওয়ার্ডে এক হাজার মানুষের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক …