Latest News
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে ইইউর আপত্তি

ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে ইইউর আপত্তি

ডেস্ক রিপোর্ট : ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। ১০ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ১১ কূটনীতিক রোববার আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের আপত্তির বিষয়টি জানান।সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠকে অংশ নেন জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনশে তিয়ারেংকে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের প্রতিনিধিরা। তারা মূলত ডিজিটাল নিরাপত্তা আইনে মাত্রাতিরিক্ত সাজা ও কড়াকড়ি নিয়ে আপত্তি তোলেন। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। প্রয়োজনে আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। (সূত্র যুগান্তর)