Latest News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / তিন দিনের মাথায় চিকিৎসকের করোনা নেগেটিভ

তিন দিনের মাথায় চিকিৎসকের করোনা নেগেটিভ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্তের তিন দিনের মাথায় নমুনা সংগ্রহের দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে আইইডিসিআর থেকে এ রিপোর্ট আসে। গত ২৭ এপ্রিল আইইডিসিআর থেকে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ এসেছিল। এছাড়াও ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসকসহ ২০ জন স্টাফের নমুনা সংগ্রহের রিপোর্টও নেগেটিভ এসেছে। ফলে শুক্রবার সকাল থেকে পুনরায় স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে ওই চিকিৎসককে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। করোনা পজিটিভ চিকিৎসকের তিনদিনের মাথায় নেগেটিভ রিপোর্ট নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগই দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকের করোনার কোন লক্ষণ নেই। তাঁর পরেও প্রথম রিপোর্ট পজিটিভ আসায় তাকে ১৪ দিনের হোম আইসোলেশনে থাকতে হবে। যদিও দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন ১৪ দিন পরে আবারো তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। সেই রিপোর্টের পরে সঠিক তথ্য জানা যাবে। তবে বিষয়টি নিয়ে আমরা নিজেরাও দুশ্চিন্তায় রয়েছি। তিন দিন আগে যার পজিটিভ হলো, তিন দিন পরে কিভাবে নেগেটিভ হয়!

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় …