Latest News
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে দুই দিনব্যাপী শিশু মেলা উদ্ধোধন

নলছিটিতে দুই দিনব্যাপী শিশু মেলা উদ্ধোধন

স্থানীয় প্রতিনিধি :
শিশুর জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলার প্রত্যয়ে ঝালকাঠির নলছিটিতে দুই দিনব্যাপী শিশু মেলা ২০১৯ উদ্ধোধন করা হয়েছে। সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় মেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের শুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার শুভ উদ্ধোধন ঘোষণা করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা পারভীনের সভাপত্বিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নলছিটি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস প্রমুখ। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামানসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহন করেন। সভাশেষে প্রধান অতিথি ও জেলা প্রশাসক মো. হামিদুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় বিভিন্ন স্কুল ও সামাজিক সংস্থার অংশগ্রহনে ১৬টি স্টল তাদের প্রদর্শনী উপস্থাপন করছে। এছাড়া শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরনী ও চলচ্চিত্র প্রদশর্ন করা হচ্ছে। আগামী ৩১ মার্চ দুই দিন ব্যাপী এ মেলা শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।