Latest News
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে রেনেসাঁ কম্পিউটার সেন্টারে বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

নলছিটিতে রেনেসাঁ কম্পিউটার সেন্টারে বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিতে মুজিববর্ষ ও বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতিবন্ধী, গরিব, অসহায় ও মেধাবীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে রেনেসাঁ কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজ রবিবার বেলা ১২ টায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম কবির, নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. দেলোয়ার হোসেন, প্রেস ক্লাবের সহসভাপতি মো. ইউসুফ আলী তালুকদার, রেনেসাঁ কম্পিউটার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আকতারুজ্জামানের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আদম আলী হাওলাদার, সুগন্ধা অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা, সাংবাদিক মেসবাহ উদ্দিন খান রতন, সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুজ্জামান মল্লিক। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি হানযালা নোমানী।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …