Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / বিবিধ / নলছিটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা

নলছিটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতার মাসে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে ঝালকাঠির নলছিটি উপজেলা। নলছিটি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হওয়ায় রবিবার সকাল ১১ টায় আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এতে নেতৃত্ব দেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চায়না মাঠে গিয়ে শেষ হয়।
এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতী, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী উপস্থিত ছিলেন।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় নলছিটি উপজেলায় প্রথম ধাপে ৪০টি, দ্বিতীয় ধাপে ৯৫টি, তৃতীয় ধাপে ৩০২টি ও ৪র্থ ধাপে ১৪৮টিসহ মোট ৫৮৫টি পরিবারকে গৃহ ও দুই শতাংশ জমিসহ দলিল দেওয়া হয়েছে। এখানে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত প্রতিটি দুই কক্ষের ঘর নির্মাণ করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে তিনটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

স্থানীয় প্রতিনিধি : নলছিটিতে জেলা পরিষদের অর্থায়নে তিনটি নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। …