Latest News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৩ মরদে এখন ঢাকায়

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৩ মরদে এখন ঢাকায়

ডেস্ক রিপোর্ট : নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ২৩ মরদেহ ঢাকায় নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর বিশেষ বিমান লাশগুলো নিয়ে অবতরণ করে। এরই মধ্যে লাশগুলো বিমান থেকে নামানো হয়েছে। এখান থেকে আর্মি স্টেডিয়ামে নেওয়ার প্রস্তুতি চলছে। স্বজনরা এখানেই অবস্থান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি স্টেডিয়ামে আসবেন। তিনি মরদেহগুলোর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর স্বজনদের হাতে লাশগুলো তুলে দেওয়া হবে। একে একে ২৩ কফিনবন্দি লাশ বিমান থেকে নামানো হয়। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল লাশগুলো গ্রহণ করেন। এ সময় কাদের সাংবাদিকদের বলেন, ‘আমি সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।’ এর আগে ২টা ৫৫ মিনিটের দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিশেষ বিমান নেপালে অবস্থানরত স্বজনদের নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। দুর্ঘটনার পরের দিন ১৩ মার্চ ৪৬ স্বজনকে নিয়ে নেপাল যায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট। তাঁদের আসা-যাওয়া এবং ওখানে থাকার সব ব্যবস্থা করে ইউএস-বাংলা। গত ১২ মার্চ কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার বিমান। এ সময় ক্রু ও যাত্রীসহ মোট ৭১ জন আরোহী ছিল বিমানে। এদের মধ্যে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়। অন্য তিন বাংলাদেশির লাশ এখনো শনাক্ত না হওয়ায় নেপাল থেকে নিয়ে আসা হয়নি।(সূত্র এনটিভি অনলাইন)