Latest News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / বরিশালের সব জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

বরিশালের সব জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

ডেস্ক রিপোর্ট : সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে বাস থেকে অবৈধভাবে চাঁদা তোলার প্রতিবাদে বরিশাল বিভাগের সব জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে আজ বুধবার সকালে এ ধর্মঘট শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বৈঠক শেষে সংগঠনের নেতারা এ ধর্মঘটের ডাক দেন। বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি ও বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক শাহিন জানান, বরিশাল বিভাগের বেশ কয়েকটি মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বাস থেকে চাঁদাবাজি করা হচ্ছে কয়েকটি সংগঠনের নামে। প্রশাসনের কাছে বিভিন্ন সময় এর প্রতিকার চেয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। এভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ফলে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করে আসছিল। তাই চাঁদাবাজি বন্ধে আমরা বাধ্য হয়েছি অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিতে। বরিশাল বিভাগে চলাচলরত দূরপাল্লার বাসগুলোও এ ধর্মঘটের অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি।