Latest News
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন রবীন্দ্রনাথ মন্ডল

বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন রবীন্দ্রনাথ মন্ডল

তরুন সরকার :
*বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন ঝালকাঠির সন্তান কবি,গীতিকার,কথাশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক রবীন্দ্রনাথ মন্ডল।তিনি আধুনিক গানের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলেন।ঝালকাঠি সদর উপজেলার জগদীশপুর গ্রামের সন্তান রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই লেখালেখি ও সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা করছেন। ইতোমধ্যে কবিতা,গল্প,উপন্যাস,গবেষণা গ্রন্থ মিলিয়ে তার পনেরটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠা করেছেন জগদীশপুর প্রতিভা শিল্পী গোষ্ঠী। প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি রবীন্দ্র-নজরুল-সুকান্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি,কামিনী রায়-জীবনানন্দ দাশ স্মৃতি লেখক পরিষদ এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক,চাঁপাতলা শিশু-কিশোর পরিষদ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক,প্রতিভা বেতার শ্রোতা পর্ষদ এর সভাপতি,স্হানীয় লোক-সংস্কৃতি সমন্বয় পর্ষদ এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সম্পাদনা করছেন প্রতিভা, শিশির ভেজা দুর্বা,কচি মুখের হাসি প্রভৃতি সাহিত্য পত্র। উদ্যোগ নিয়েছেন স্থানীয়ভাবে পাড়ায় পাড়ায় পাঠাগার প্রতিষ্ঠার।পেশাগত জীবনে তিনি শতদশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত রয়েছেন এবং বর্তমান শিক্ষাবর্ষে ঝালকাঠি পিটিআই এডিপিএড কোর্সের শিক্ষার্থী।রবীন্দ্রনাথের পিতা ধীরেন্দ্রনাথ মন্ডল অবসরপ্রাপ্ত শিক্ষক ও মাতা মুকুল রানী মন্ডল গৃহিনী,সহধর্মিনী অর্চনা মিস্ত্রী শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং শ্রেয়সী মন্ডল আদরের শিশুকন্যা।লেখালেখির স্বীকৃতি স্বরূপ রবীন্দ্রনাথ ইতোমধ্যে শরৎ চন্দ্র সম্মাননা-২০১৬ ও আলো-আভাষ সাহিত্য পুরস্কার-২০১৮ অর্জন করেন।