Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বিশেষ পুরস্কার পেলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান

বিশেষ পুরস্কার পেলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান

স্টাফ রিপোর্টার :
বরিশাল রেঞ্জ পুলিশের বিশেষ পুরস্কার পেলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান। কমিউনিটি পুলিশিং, স্টুডেন্ট কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম তাঁর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এম এম মাহামুদ হাসানের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া ও ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।
জানা যায়, ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং, স্টুডেন্ট কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান দায়িত্বশীল ভূমিকা রেখে যাচ্ছেন। তাঁর এ কর্মদক্ষতার কারণে টানা তিন দফায় তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নির্বাচিত হয়েছেন। তিনি ঝালকাঠিতে যোগদানের পর মাদক নিমূলে পদক্ষেপ নিয়েছেন। ঝালকাঠিতে মাদক সেবী ও ব্যবসায়ীদের আতঙ্ক হিসেবেও পরিচিতি পেয়েছেন মাহামুদ হাসান। তিনি তিন বছরে চার হাজার পরিবারের পারিবারিক সমস্যা সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসংখ্য মানুষের জমি নিয়ে বিরোধ নিষ্পতিও করেছেন তিনি। এছাড়াও পাওনা টাকা আদায় ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন। জনপ্রিয় এ পুলিশ কর্মকর্তা সততার কারণে আস্থা অর্জন করেছেন সহকর্মীদের কাছেও। সন্ত্রাসী ও মাদক সেবীদের কাছে যেমনি তিনি আতঙ্ক, তেমনি সাধারণ মানুষের কাছে একজন প্রিয় মানুষ হিসেবে এম এম মাহামুদ হাসানের সুনাম রয়েছে জেলাজুড়ে।