Latest News
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে আগেই। পুরো বিশ্ব তাকিয়ে আছে রাশিয়ার দিকে। দলগুলোও প্রস্তুত নিজেদের ঝালাই করে নেওয়ার সর্বশেষ মিশনে। এবার রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। তারকাসমৃদ্ধ এই দলটির খেলোয়াড়রা মাতাচ্ছেন বিভিন্ন ক্লাবের হয়ে। সেরা তারকাদের সমন্বয়ে টিটের ব্রাজিল রাশিয়া বিশ্বকাপের অন্যতম শিরোপার দাবিদার। বিশ্বকাপের প্রস্তুতির শেষ প্রাক্কালের প্রথম মিশনে মাঠে নামছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হবে তাদের প্রস্তুতির যাত্রা। ৩ জুনের সে লড়াইয়ে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে নামবে শক্তিশালী ব্রাজিল।গত মাসে ‘ব্রাজিল গ্লোবাল ট্যুর’-এর অংশ হিসেবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের সূচি নিশ্চিত করেছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এবার নিশ্চিত হলো বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে অ্যানফিল্ডেই খেলবে তারা। পরের ম্যাচ ভিয়েনার আর্নস্ট-হ্যাপেল স্টেডিয়ামে।  ১০ জুন ব্রাজিল মুখোমুখি হবে অস্ট্রিয়ার।অ্যানফিল্ড ক্রোয়েশিয়ার কাছে নতুন অভিজ্ঞতা হলেও, ব্রাজিলের কাছে সুপরিচিত। ব্রাজিল মাঠে নামবে চতুর্থবারের মতো। ১৯৬৬ সালের বিশ্বকাপে দুবার ও ১৯৯৫ সালে জাপানের বিপক্ষে একবার এই মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ প্রস্তুতি বেশ জোরেশোরেই শুরু করলেও ব্রাজিল কোচ আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি। আগামী ১৪ মে দল ঘোষণা করতে পারেন দলটির কোচ টিটে।