Latest News
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ভি‌সি‌ অপসারণ দাবি : ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ে আমরণ অনশ‌নে ‌শিক্ষকসহ অসুস্থ ১৬

ভি‌সি‌ অপসারণ দাবি : ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ে আমরণ অনশ‌নে ‌শিক্ষকসহ অসুস্থ ১৬

ডেস্ক রিপোর্ট :
‌ভি‌সি ইমামুল হ‌ককে অপসারণ দাবিতে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের টানা তিন দিন আমরণ অনশন কর্মসূচি অব্যাহত র‌য়ে‌ছে। এ‌তে বুধবার থে‌কে শুক্রবার পর্যন্ত শিক্ষকসহ ১৬ জন শিক্ষার্থী অসুস্থ্য হ‌য়ে প‌ড়ে‌ছে। যা‌দের ম‌ধ্যে ৬ জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। আন্দোলনকারী শিক্ষার্থী‌দে‌র নেতা লোকমান হো‌সেন জানান, ভি‌সি‌কে অপসার‌নের দাবী‌তে বুধবারসকাল থে‌কে আমরণ অনশন কর্মসূচির সূচনা হয়। যা শুক্রবা‌রেরও অব্যাহত র‌য়ে‌ছে। এতে শিক্ষক সহ ১৬জন অসুস্থ্য হ‌য়ে প‌ড়ে‌ছে ই‌তিম‌ধ্যেই। আমা‌দের দাবি বাস্তবায়ন না হওয়‌া পর্যন্ত আন্দোলন চল‌বে। এ‌দিকে বিশ্ব‌বিদ্যালয় শিক্ষার্থী‌দে‌র অনশন কর্মসূচি নি‌য়ে ফেসবু‌কে নে‌তিবাচক মন্তব্য করায় বিশ্ব‌বিদ্যালয় পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ‌ সৈয়দ আসাদ‌কে দা‌য়িত্ব থে‌কে অব্যহ‌তি দেয়া হ‌য়ে‌ছে। ত‌বে পু‌লিশ বল‌ছে তা‌কে প্রশাস‌নিক কার‌নে স‌রি‌য়ে নেয়া হ‌য়ে‌ছে। উ‌ল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিব‌সের অনুষ্ঠান সম্প‌র্কে শিক্ষার্থী‌দের অবগত না করায় আন্দোলন শুরু ক‌রে শিক্ষার্থীরা। প‌রে আন্দোলনকারী‌দের রাজাকারের বাচ্চা ব‌লে ভি‌সি কটু‌ক্তি কর‌লে আন্দোলন আরো বেগবান যা টানা ৩২ দিন ধ‌রে অব্যাহত র‌য়ে‌ছে।