Latest News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নলছিটিতে কর্মসূচি পালিত

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নলছিটিতে কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ নলছিটি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয়পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধুর থিমসং এবং ভাষণ প্রচার। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উপজেলা প্রশাসনের কর্মসূচিতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন এবং আলোচনা সভায় সভাপতিত্ব করবেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন।আলোচনা সভায় বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকড়তা (আরএমও) ডা. মুনিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. শুভ বনিক, ডা.দ্বীন মোহাম্মদ, ডা. শামসুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মকবুল হোসেন, নার্সিং সুপারভাইজার রাহিমা আক্তার, অঞ্জনা রানী ও প্রধান সহকারী মিজানুর রহমান। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিছন্ন এবং নতুন রং করা হয়েছে। দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে মুজিববর্ষের নানা পোস্টার ও ব্যানার। পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে লাল সবুজ রং করার পরে দৃস্টি নন্দন আলোক সজ্জায় সজ্জিত করা হয়। মুজিববর্ষ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে সবুজ চত্বরে লাগানো হয়েছে নতুন নতুন ফুলের গাছ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় …