Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটিতে ঝালকাঠি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক অন্তর্ভুক্ত

শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটিতে ঝালকাঠি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক অন্তর্ভুক্ত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল) কেন্দ্রীয় কমিটিতে ঝালকাঠি সদরের তিনজন সহকারী শিক্ষক মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক এন.এ. সিদ্দিকী রবিউল স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। মনোনয়ন পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন হলেন ঝালকাঠি সদরের ৬২ নং দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম সম্পাদক,৪৯ নং কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান খানকে কাব ও স্কাউট সম্পাদক ও ২২ নং দঃ মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। তারা বর্তমানে একই সংগঠনের হয়ে ঝালকাঠি জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সততা, সাহস, কর্মতৎপরতা ও নেতৃত্বের গুনাবলী বিবেচনা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের সম্মতি সাপেক্ষে নীতি নির্ধারনী কমিটি তাদেরকে এই পদে অন্তভুক্ত করে । স্নাতকোত্তর শেষে তিনজন বর্তমানে শিক্ষকতা পেশায় কর্মরত। এছাড়া তারা স্কুল জীবন থেকেই ছাত্রদের অধিকার আদায়ে তৎপর ছিলেন। শিক্ষকতার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে ঝালকাঠিতে সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করে আসছেন এ তিনজন ।এই তরুন নেতৃত্বের প্রতি অকুন্ঠ আস্থা রয়েছে জেলার শিক্ষক সমাজের। সংগঠনের ঝালকাঠি জেলা ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দসহ জেলার শিক্ষক সমাজ তাদের সহযোদ্ধারা সহকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায়, সভাপতি আনিসুর রহমান ও সম্পাদক এন এ সিদ্দিকী রবিউল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে তিন বছরের এক শিশুকে ধষর্ণের অভিযোগ উঠেছে দুঃসম্পর্কের মামা সাজ্জাদ হোসেন …