Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের দ্বন্দ্ব চরমে!

আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের দ্বন্দ্ব চরমে!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আবার বিরোধে জড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি নাকি ওয়ানডে ফরম্যাটে হবে তা নিয়েই দুই সংস্থার মধ্যে দ্ব্ন্দ্ব শুরু হয়। আর এই দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, ২০২১ সালে আবার ভারতের মাটিতে বসতে যাচ্ছে পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি চেয়েছিল আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করতে। আর এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে বিসিসিআই। আইসিসি প্রয়াত প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মস্তিষ্কপ্রসূত এই ‘মিনি বিশ্বকাপ’ থেকেই মূলত চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন হয়ে আসছে। এই টুর্নামেন্ট থেকে বড় অঙ্কের অর্থ আয় করে থাকে আইসিসি। তাই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের চিন্তা। এখন শোনা যাচ্ছে আইসিসি যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে ভারতীয় বোর্ড তার বিরোধিতা করবে। এদিকে ভারত সরকার যদি কর ছাড় না দেয়, সেক্ষেত্রে ২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফি ভারত থেকে অন্যত্র সরিয়ে নিতেও পারে আইসিসি।(সূত্র এনটিভি অনলাইন)