Latest News
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / আম্ফানে বিধ্বস্ত বাড়িঘর মেরামত করে দিচ্ছে সেনাবাহিনী

আম্ফানে বিধ্বস্ত বাড়িঘর মেরামত করে দিচ্ছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সবচেয়ে দুর্গম এলাকা কাঁঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত হওয়া বাড়িঘর উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী। তাঁরা বসতঘরের ওপর পড়ে থাকা গাছ অপসারণ করে ক্ষতিগ্রস্তদের বসতঘর মেরামত করে দিচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল শেখহাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-ই-আলমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার দক্ষিণ আউরা গ্রামে এ কাজ করছেন। সেনাবাহিনীর দলটি স্থানীয় মহিউদ্দিন খানের বসতঘরে গাছ পড়ে বিধ্বস্ত হওয়া ঘরটি উদ্ধারের কাজ করেন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহবুব হাসান শাকিল জানান, প্রাথমিক পর্যায়ে এ গ্রামের গাছ চাপা পড়া ৫টি বিধ্বস্ত ঘর উদ্ধার ও মেরামত করা হবে। পর্যাক্রমে বাকীগুলোর কাজ শুরু হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি …