স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শামিম আহম্মেদ। রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ জানান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলামের সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য মশিউর রহমান নিলু স্থানীয় সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহম্মেদের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। অন্যকোন ব্যক্তির নাম প্রস্তাব না হওয়ায় সর্বসম্মতিক্রমে শামিম আহম্মেদকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। শামিম আহম্মেদ সাবিহা কেমিক্যাল ওকয়ার্কসের ব্যাবস্থাপনা পরিচালক। তিনি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক লীগের সহসভাপতি ও ঝালকাঠি জেলা রোটারী ক্লাবের সভাপতি পদে রয়েছেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে জয় সেট সেন্টারের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার …