Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে : ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে : ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলার মানুষ আজকে অভাবগ্রস্ত নেই। তাদের আর দুর্ভিক্ষ মোকাবেলা করতে হয় না। দেশের মানুষ এখন দশ টাকা কেজিতে চাল পাচ্ছে। উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিনয়কাঠি ইউনিয়নের দাসেরপুল মোল্লা মার্কেট চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্র ৩০ তারিখে ভোটের মাধ্যমে জবাব দিবে জনগণ। মানুষ পুড়িয়ে হত্যাকারীদের নির্বাচনে প্রতিহত করারও আহ্বান জানান শিল্পমন্ত্রী।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান। পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।