স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির গোসল, জানাজা, দাফন ও সৎকার কাজে নিয়োজিত কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যদের জন্য ৫০ সেট পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) প্রদান করেছে জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে পোশাক, হ্যান্ড গেøাভস ও গগজ। রবিবার দুপুরে জেলা প্রশাসক মো. জোহর আলী কোয়ান্টাম ফাউন্ডেশন নেতৃবৃন্দের হাতে পিপিই তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান, কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় পরিচালক ফয়সাল মাহামুদ ও সদস্য ফয়সাল রহমান জসীম উপস্থিত ছিলেন। সংগঠনের স্বেচ্ছাসেবকদের জন্য পিপিই ও অন্যান্য সামগ্রী প্রদান করায় জেলা প্রশসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
প্রসংগত, কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা ঝালকাঠিসহ সারাদেশে করোনায় আক্রন্ত হয়ে মৃত ব্যাক্তিদের দাফন ও সৎকারের কাজ করে আসছেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …