Latest News
শনিবার, ৫ জুলাই ২০২৫ ।। ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবাসহ জলিল খান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ছোনাউটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জলিল ওই গ্রামের আইয়ুব আলী খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জলিল দক্ষিণ ছোনাউটা গ্রামে ইয়াবা বিক্রি করছিল। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশী করে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাঁঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।