Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী

কাঁঠালিয়ায় চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রর্দশনী হচ্ছে। সোমবার কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রর্দশনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মো.মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মো.রিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি ফারুক হোসেন খান।