Latest News
শুক্রবার, ১৯ জুলাই ২০২৪ ।। ৪ঠা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কাঁঠালিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। পিস প্রেসার গ্রুপের (পিপিজি) আয়োজনে ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। বুধবার সকাল ১০টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম রুবি। সুজন উপজেলা সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো.আবদুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট পিপিজি’র বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও উপজেলা সুজন সম্পাদক ফারুক হোসেন খান, পিপিজি অ্যাম্বাসেডর ও জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন অপু। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন পিপিজি সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারি কমান্ডার নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর ও সমাজ সেবক আলআমিন বিশ্বাস।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …