Latest News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ।। ২রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় তথ্য অফিসের উদ্যোগে চলচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা

কাঁঠালিয়ায় তথ্য অফিসের উদ্যোগে চলচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ ব্যান্ডিং বিষয়ে চলচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বানাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস। চলচিত্র প্রদর্শনের ওপর শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ দুলাল কৃষ্ণ হালদার ও কাঁঠালিয়া প্রেস ক্লাবের সহসভাপতি মো. ফারুক হোসেন খান।