Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা প্রদান

কাঁঠালিয়ায় প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা প্রদান

কাঁঠালিয়া প্রতিনিধি :
এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উদ্যাপন উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে দিনব্যাপী শতাধিক প্রতিবন্ধীদের বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে এ সেবা প্রদান করা হয়। ঝালকাঠি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কনসালট্যান্ট ফিজিওথেরাপিষ্ট সিরাজুম মুনিরা উর্মি, থেরাপি সহকারী মো. সাইফুল ইসলাম ও টেকনেশিয়ান অর্চনা রায় মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধী বিদ্যালয়েটির শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে থেরাপি চিকিৎসা সেবা, পরামর্শ এবং কয়েকজনকে সাদাছড়ি প্রদান করেন।
এসময় অন্যান্যর মধ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার উপস্থিত ছিলেন।