Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তাড়ে জড়িয়ে আবুল কালাম মাঝি (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মুন্সিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় মামুন হাওলাদারের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তাড়ে জড়িয়ে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক আবুল কালাম মাঝি। স্থানীয়রা তাকে ঝুঁলন্ত তাড় থেকে নামিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শামীম আজাদ বলেন, বরিশাল থেকে তাঁর মৃতদেহ গ্রামের বাড়ি উত্তর তালগাছিয়ায় নিয়ে দাফন করা হবে। নিহত কালাম উত্তর তালগাছিয়া গ্রামের মোহাম্মদ আলী মাঝির ছেলে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …